amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২০ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আজব নুর বেগম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন

মোহাম্মদ মহিউদ্দিন
জানুয়ারি ২০, ২০২৫ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

একটি দেশকে তরুণরা পারে বদলে দিতে, পারে সমাজকে যৌতুক, মাদক ও কিশোর গ্যাং মুক্ত করতে, কারণ তরুণদের মেধা ও ইচ্ছাশক্তি যে কোন কাজে সফলতা আনে, কোন অপশক্তি তাদের দমিয়ে রাখতে পারেনা, শুধু প্রয়োজন তাদের ঐক্য এবং সঠিক পরিচালনা।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সেচ্ছাসেবী সংগঠন আজব নুর বেগম ফাউন্ডেশনের ৩য় বর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার ১৭ই জানুয়ারি বিকাল ৪টায় হাটহাজারী আল জামান হোটেল এর অডিটরিয়াম হল রুমে আজব নুর বেগম ফাউন্ডেশন মেধাবৃত্তি’ ২৫’এর পুরষ্কার বিতরণ, যৌতুক মাদক, নারী ও শিশু নির্যাতন, কিশোর গ্যাং বিরোধী কনফারেন্স এবং ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

আজব নূর বেগম ফাউন্ডেশন সিনিয়র সদস্য মুরসালিন চৌধুরীর সঞ্চালনায়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আজব নূর বেগম ফাউন্ডেশনের আহ্বায়ক মুবিন চৌধুরী, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের অধ্যাপক ডাঃ মোরশেদ আলম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি পুলিশ পরিদর্শক আবদুল মতিন চৌধুরী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, শাহ আনোয়ার (রহঃ) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন ডাঃ হাফিজুর রহমান, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, আরিফুর ইসলাম চৌধুরী আজম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাগৃতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক মো. মহিউদ্দিন, মানবাধিকার কমিশন চট্টগ্রাম উত্তর জেলা আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি মো. আজিজুল মাদানি, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আজব নুর বেগম ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মো. রহিম বাদশা, নব তরুণ ব্লাড ব্যাংকের পরিচালক নুরুল ইসলাম রাশেদ, আজব নুর বেগম ফাউন্ডেশন এন্ড ব্লাড ডোনেশনের উপদেষ্টা ছৈয়দ ফাহিম উল্লাহ, বাংলাদেশ সেচ্ছাসেবী ব্লাড ফোরামের পরিচালক কবি বিবি ফাতেমা।

এতে আরো উপস্থিত ছিলেন, রাশেদ রুবেল, জুনায়েদ চৌধুরী, রিপা আকতার, রেখা আকতার, মিফতাহুল জান্নাত, শাহীন রেজা, সবুজ, জাহেদ, আরফাত, অভি, তসলিম, মেহেদী, আজমিরা, রিদোয়ান, জিহাদুল, রবিউল, আতিকুল্লাহ, সজিব, মাহিন, মোবারক প্রমুখ, এসময় ২২ টি মানবিক সংগঠন কে সংবর্ধনা দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।