মোছাফ্ফাতে ক্লাসিক লাইন জেনারেল ট্রেডিং নামে ম্যাজিক ওয়ার্ল্ড গ্রুপের আরও একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু
শত প্রতিকূলতার মাঝেও সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শিল্প নগরী সানাইয়্যা মোছাফ্ফার নয় নাম্বার ব্লকে ম্যাজিক ওয়ার্ল্ড গ্রুপের আরও একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু।
গতকাল ২২ নভেম্বর শুক্রবার জমকালো আয়োজনে রঙিন ফিতা ও মিষ্টিমুখ করে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনতা ব্যাংকের সিইও মুহাম্মদ কামরুজ্জামান ও ম্যাজিক ওয়ার্ল্ড গ্রুপ অব কোম্পানি এবং ক্লাসিক লাইন জেনারেল ট্রেডিং এর ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আলতাফ হোসাইন।
প্রধান অতিথি বলেন জনতা ব্যাংক প্রবাসীদের কল্যাণে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে। পাশাপাশি তিনি সবাইকে বৈধভাবে রেমিট্যান্স প্রেরণের অনুরোধ জানান।
এসময় প্রতিষ্ঠানের কর্ণধার মুহাম্মদ আলতাফ হোসাইন বলেন ক্লিনিং কোম্পানির মাধ্যমে ব্যবসা শুরু করলেও ম্যাজিক ওয়ার্ল্ড জেনারেল ম্যানটেনেইন্স সহ বর্তমানে আমার ৫ টি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। নতুন প্রতিষ্ঠান ক্লাসিক লাইন জেনারেল ট্রেডিং এ বিল্ডিং মেটেরিয়ালস, টুলস, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস প্লামবিং সেনিটারি সহ সব ধরনের ম্যানটেনেইন্স সামগ্রী পাওয়া যাবে বলে জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে জনতা ব্যাংকের সিনিয়র অফিসার মুহাম্মদ এনায়াত উল্লাহ, আরিফ মাহমুদ, নাজমুল হোসাইন, ইনামুল কবির রবিন, মুহাম্মদ তারেক হাসান শামীম সহ বিভিন্ন অঙ্গনে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
ক্লাসিক লাইন জেনারেল ট্রেডিং তথা এ ধরনের প্রতিষ্ঠান দেশের ইমেজ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন অনুষ্ঠানে উপস্থিত শুভাকাঙ্ক্ষীরা।
উদ্বোধনি অনুষ্ঠান শেষে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।