amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৪ জুন ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আমিরাতে শারজাহ রুলায় মাইজভান্ডারী মাসিক ত্বরিকত মাহফিল অনুষ্ঠিত

মাহিম উদ্দীন মুন্না::
জুন ২৪, ২০২৩ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

মাইজভান্ডারী ত্বরিকার মহান প্রবর্ত্বক হযরত গাউসুল আজম শাহ্ছুফি মাওলানা সৈয়দ আহমদ উল্ল্যাহ(কঃ)মাইজভান্ডারী মনোনীত প্রতিনিধি অছি-এ-গাউসুল আজম খাদেমুল ফোকরা হযরত শাহছুফি মাওলানা সৈয়দ দেলওয়ার হোসাইন(কঃ) মাইজভান্ডারীর স্থলাভিষিক্ত সাজ্জাদানশীল দরজা এ অছি এ গাউসুল আজম হযরত শাহছুফি সৈয়দ এমদাদুল হক (মঃ)মাইজভান্ডারী কর্তৃক নির্দেশিত মাসিক ত্বরিকত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২২ জুন বৃহস্পতিবার রাত ১০.৩০ ঘটিকায় সংগঠনের অস্থায়ী কার্যালয় রুলাস্থ সউক আল গইর বিল্ডিংয়ে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারি শাহ এমদাদীয়া শারজাহ রুলা দায়রা শাখার উদ্যোগে উক্ত মাসিক তরিকত,জিকির ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।

মুহাম্মদ পিয়ার হোসনের সভাপতিত্বে ও শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী হায়দার মিয়া’র সঞ্চালনায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ সেলিম উদ্দিন,মুহাম্মাদ এনামুল হক,মুহাম্মদ শহিদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ মুরশেদুল আলম,মুহাম্মদ সাহেদ, মুহাম্মদ জামশেদ হোসেন, মুহাম্মদ হাবিবুর রহমান, এনামুল হক শাকিল, মহিন উদ্দিন, বাদশা, সাফায়েত,আবু তৈয়ব, তানভির ও রেজাউল করিম প্রমূখ।

মাহফিলে মিলাদ-কিয়াম ও জিকির শেষে মুনাজাত পেশ করেন শাখার দারুত্ব-তায়ালীম সম্পাদক মাওলানা মোহাম্মদ জালাল উদ্দীন চৌধুরী। মোনাজাতে মহান আল্লাহর দরবারে দেশ,জাতি ও প্রবাসীদের মঙ্গলের জন্য দোয়া করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।