amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৭ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ওমানে গ্লোডেন ভিসা পাওয়ায় কমিউনিটির পক্ষ থেকে সংবর্ধনা

পলাশ শীল, ওমান:
জুলাই ৭, ২০২৩ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

ওমান সরকারের বিশেষ ভিসা পারমিট ১০ বছর মেয়াদি গোল্ডেন ভিসা পাওয়ায় উওর চট্টগ্রামের ফটিকছড়ির মানবিক সংগঠন ১০ নং সুন্দরপুর প্রবাসী পরিষদ ওমান কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

ওমান কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাবুদ্দীন বাপ্পুর সভাপতিত্বে সিনিয়র সহ সভাপতি ইউনুচ খান রুবেলের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন উপদেষ্টা নাজমুল হক ফারুকী, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রফিকুল ইসলাম দুলাল এর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি সিআইপি ইয়াছিন চৌধুরী। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শাহাবুদ্দীন দুলাল।
বৃহস্পতিবার (০৬ জুলাই) মাস্কাটের রুইয়ে আলেকজান্ডারিয়া হোটেলে আয়োজন করা হয়েছিল এই সংবর্ধনা অনুষ্ঠান।

অনুষ্ঠানে ওমান কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিরা ছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ওমান,হাটহাজারী সমিতি,ফটিকছড়ি পৌরসভা ওমান প্রবাসী পরিষদ,কাঞ্চননগর মানব কল্যান সংস্থা,গাউছিয়া কমিটি ওমান,একেএমবি ওমান,হামেরিয়া ফুটবল একাদশ সহ বিভিন্ন মানবিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জসিম উদ্দিন, শাহাজান চৌধুরী সাহাবু,মো: ইউনুছ হোসেন, রোকন উদ্দীন, তাপস চৌধুরী, হাফেজ কালাম রেজা,আব্দুর হান্নান তালুকদার, নুরুল আবছার বাবলু,নুরুল আমিন, কিবিরয়া কালাম চৌধুরী, মুক্তিযোদ্ধা মো নোমান,ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল,কাজী রাশেদ, মোজাম্মেল হক মনি,।

অনুষ্ঠানে ওমান কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ সংগঠনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। পরিষদের পক্ষ হতে আরও বক্তব্য রাখেন মো: ইসমাইল, শফিউল আজম,মো এরশাদ,মো আশরাফ,আলমগীর হোসেন,আফাজ,ইকবাল মোরশেদ বাপ্পু, মনজু,নয়ন,সাইফু প্রমূখ

আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথিকে ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাহাবুদ্দীন বাপ্পু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।