amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৯ জানুয়ারি ২০২৫

কামালপাড়া যুব সংঘের উদ্দ্যোগে শীতবস্ত্র, দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ মহিউদ্দিন
জানুয়ারি ১৯, ২০২৫ ১১:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

কামালপাড়া যুব সংঘের উদ্দ্যোগে শীতবস্ত্র, দোয়া মাহফিল ও গুনীজন সংবর্ধন

মোঃ মহিউদ্দিন হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি।

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন কামালপাড়া যুব সংঘের উদ্দ্যোগে শুক্রবার ১৭ই জানুয়ারি সন্ধ্যা ৭টায় কার্যকরী পরিষদের হল রুমে শীতবস্ত্র বিতরণ, দোয়া মাহফিল ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কামালপাড়া যুব সংঘের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন সুজনের সঞ্চালনায়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কামালপাড়া যুব সংঘের সভাপতি মো ওসমান গনি, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ এরশাদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলে প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম উদ্দীন রেজা, জাগৃতি সভাপতি মো. ওসমান, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, উজ্জীবন ক্লাবের সভাপতি মিন্টু, সাধারণ সম্পাদক মো. পারভেজ, কামালপাড়া যুব সংঘের সাবেক সভাপতি রেজাউল করিম বাবু, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ এরশাদ, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ শফিকুল ইসলাম, সজীব এন্টার প্রাইজের স্বত্বাধিকারী মো. নুরুল আজম রাশেদ প্রমুখ। আলোচনা সভা শেষে গুনীজন সংবর্ধনা ও সংগঠনের অসুস্থ সদস্যদের জন্য দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতারণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।