amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গর্জিয়াস গ্রুপের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের হোটেল রিগ্যাল প্যালেসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গর্জিয়াস গ্রুপের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা ও ড্রীম নাইট প্রোগ্রামের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গর্জিয়াস গ্রুপের চেয়ারম্যান সিরাজুল ইসলাম। কোম্পানির সিনিয়র ম্যানেজার মানিক মন্ডল ও সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গর্জিয়াস গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শাহীদুজ্জামান খান শাহেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব, আন্তর্জাতিক মানবাধিকার ও উন্নয়ন কর্মী, তরুণ উদ্যোক্তা মহিউদ্দিন আমিন (চেয়ারম্যান, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন)। আরও উপস্থিত ছিলেন শিল্পপতি মান্নান শেখ, আতিকুর রহমান ও ওমর ফারুক। এছাড়া কোম্পানির এজিএম আনোয়ার হোসেন, কো-অর্ডিনেটর শামসুল আলম মজুমদার, সিনিয়র ম্যানেজার, ম্যানেজারসহ সকল কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি গর্জিয়াস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহীদুজ্জামান খান শাহেদ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, “গর্জিয়াস গ্রুপ বহু অঙ্গ-সহযোগী প্রতিষ্ঠান গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে। আমরা সৎ, দক্ষ ও আদর্শ মানুষকে সঙ্গে নিয়ে দেশের বেকারত্ব দূর করতে কাজ করছি। ২০৪০ সালের মধ্যে বাংলাদেশে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “গর্জিয়াস গ্রুপ শুধুমাত্র একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, এটি দেশের মানুষের উন্নয়নে কাজ করতে চায়। আমরা তরুণ উদ্যোক্তা তৈরির জন্য সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন করছি, যাতে দেশে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং অর্থনীতি শক্তিশালী হয়।”

বিশেষ অতিথি মহিউদ্দিন আমিন বলেন, “গর্জিয়াস গ্রুপ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে তারা কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে কাজ করছে। স্মার্ট বাংলাদেশ গড়তে গর্জিয়াস গ্রুপের অবদান প্রশংসনীয়।”

তিনি আরও বলেন, “জাতিসংঘের ঘোষিত SDG লক্ষ্যমাত্রা অর্জনে তরুণ উদ্যোক্তারা বড় ভূমিকা রাখবে। গর্জিয়াস গ্রুপ বিশ্ব উদ্যোক্তাদের সঙ্গে মিলে বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।”

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা গর্জিয়াস গ্রুপের প্রশংসা করে বক্তব্য রাখেন। কোম্পানির কর্মকর্তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। পরবর্তীতে দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।