amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৭ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চবির কলা ও মানববিদ্যা অনুষদের ফলাফল প্রকাশিত, পাশের হার ২০ শতাংশ।

Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষে বিজ্ঞান অনুষদে( এ ইউনিটের) ভর্তি পরীক্ষার ফলাফল এর পর  আজ রবিবার (১৬ মার্চ) রাত দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এ কলা ও মানববিদ্যা অনুষদের ( বি ইউনিটের) ফল প্রকাশিত হয়।

এবারও চবির কলা ও মানববিদ্যা ( বি ইউনিটের)  পরীক্ষা তিনটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের অধীন মোট আসন রয়েছে ১ হাজার ২২১টি। মূল পরীক্ষায়  অংশগ্রহণ করেছেন ৬২ হাজার ৫২৫ জন, এতে আসন প্রতি লড়েছেন  ৫১ জন শিক্ষার্থী এবং পরীক্ষায় উপস্থিতির হার  ছিল ৮৬.২৯ শতাংশ। ভর্তি পরীক্ষায় পাস করেছেন ১২ হাজার ৬৫৬ জন পরীক্ষার্থী। এতে পাসের হার ২০  দশমিক ২৪ শতাংশ । এবং অনুত্তীর্ণের হার ৭৯ দশমিক ৭৬ শতাংশ।

বিষয়টি নিশ্চিত করেছে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক কলা ও মানববিদ্যা অনুষদের ডিন, দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এবার আবেদন করেন ২ লাখ ৭১ হাজার ২৩৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। আগামী ২২ মার্চ সমাজবিজ্ঞান অনুষদভুক্ত (ডি’ ইউনিটের)  ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং (ডি-১’ উপইউনিটের) ভর্তি পরীক্ষা ২৪ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার মধ্যে দিয়ে শেষ হবে এবারের  ভর্তি পরীক্ষা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।