চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন আগামী ১৪ মে, ২০২৫ অনুষ্ঠিত হবে। আগামী ১৫ মার্চ, ২০২৫ তারিখ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। ৫ম সমাবর্তন অনুষ্ঠানের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ১১টি উপ-কমিটি ও কোর-কমিটি গঠন করা হয়েছে। শীঘ্রই ৫ম সমাবর্তন অনুষ্ঠানের বিস্তারিত বিবরণ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। অংগ্রহণকারী শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ, রেজিস্ট্রেশন ফিস ও অন্যান্য তথ্যাবলী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
আজ ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন আয়োজনের এক সভা চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সভাপতিত্বে এবং সমাবর্তন উদযাপন কমিটির সদস্য-সচিব ও চবি পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারীর সঞ্চালনায় উপাচার্যের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর ও অন্যান্য দায়িত্বশীল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।এবং তিনি উল্লেখ করেন মে মাসে চবি’র সমাবর্তনে, সম্মানসূচক ডিগ্রি পাবেন ড. মুহাম্মদ ইউনূস এবং সমাবর্তন এর আগে হবে না চাকসু নির্বাচন, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন আয়োজনের বিষয়ে বিশ্ববিদ্যালয় পরিবারসহ সংশ্লিষ্ট সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।