চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন নেতৃত্বে সভাপতি বাংলা বিভাগের তাসলিম হাসান এবং সাধারণ সম্পাদক নৃবিজ্ঞান বিভাগের মনিষা তঞ্চঙ্গ্যা।
৪ মার্চ (মঙ্গলবার) চট্টগ্রাম নগরীর দামপাড়াস্থ গরবা রেস্টুরেন্টে অনুষ্ঠিত দ্বাদশ কাউন্সিল অধিবেশনে ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষিত হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি ইসরাত জাহান রুপা, সহ-সভাপতি এ্যাপোলো চাকমা ও আবদুল্লাহ আল কাউছার, সহ-সাধারণ সম্পাদক উম্মে সালমা হিমি, সাংগঠনিক সম্পাদক সাজেদা ইসফাত রহমান সামান্তা, সহ-সাংগঠনিক সম্পাদক জুনায়েদ হোসেন শান্ত, অর্থ সম্পাদক শিপ্রা তঞ্চঙ্গ্যা, অনুষ্ঠান সম্পাদক সুসান্না টুডু, সহ-অনুষ্ঠান সম্পাদক অরুণ তঞ্চঙ্গ্যা, প্রচার ও প্রকাশনা সম্পাদক বৈভব দেওয়ান, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বকর সিদ্দিক তারেক, দপ্তর সম্পাদক ঐতিহ্য দেওয়ান ও সহ-দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদাউস।
বিদায়ী কমিটির সভাপতি উম্মে সালমা নিঝুমের সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন চবি আবৃত্তি মঞ্চের প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের অধ্যাপক ড. মাছুম আহমেদ। অনুষ্ঠানে আবৃত্তি মঞ্চের বিগত কমিটির প্রতিবেদন পেশ করেন কমিটির সাবেক সাধারণ সম্পাদক সজীব তালুকদার।
এ অধিবেশনে কাউন্সিল সদস্যবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন আবৃত্তি মঞ্চের উপদেষ্টা জেবুন নাহার শারমিন, বন্ধু সংগঠন অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব, বন্ধুসভা, লোকজ সাংস্কৃতিক সংগঠন, রঁদেভূ শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, বোধন আবৃত্তি পরিষদ, তারুণ্যের উচ্ছ্বাস এর নেতৃবৃন্দ।
নতুন সভাপতি তাসলিম হাসান বলেন, কবিতাকে হাতিয়ার করে সত্য ও সুন্দরের প্রত্যয়ে চবি আবৃত্তি মঞ্চের পথচলা অব্যাহত রাখতে সর্বাত্মক চেষ্টার অঙ্গীকার রাখছি। আবৃত্তি মঞ্চের পথচলা শুভ হোক। জয় হোক কবিতার।
নতুন সাধারণ সম্পাদক মনিষা তঞ্চঙ্গ্যা বলেন, আমি বিশ্বাস করি সংগঠনের সফলতা নির্ভর করে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর। স্বচ্ছতা, নিষ্ঠার সাথে আমরা মঞ্চের লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাব। সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করছি, যেন আমরা একসঙ্গে আবৃত্তি মঞ্চকে নিয়ে বহুদূর পথ চলতে পারি।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ ২০০০ সালের ৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তির উপর কর্মশালা পরিচালনা, আবৃত্তি উৎসব ছাড়াও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরেও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সংগঠনটি।