amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৪ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চারঘাটে টাস্ক ফোর্স কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ৪, ২০২৩ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীর চারঘাটে জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধন কাজ শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা টাস্ক ফোর্স কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে চারঘাট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঞ্জুরা মুশাররফ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আতিকুল হক, ভায়ালক্ষীপুর ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ, নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক ও থানাপাড়া সোয়ালোজের সহকারী পরিচালক মাহমুদা বেগম গিনী। এ ছাড়া উপজেলার ৬টি ইউনিয়নের সচিব ও উদ্দোক্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল সচিব ও উদ্দোক্তাদের জন্ম ও মৃত্যু সনদ নিবন্ধনের কাজ শতভাগ নিশ্চিত করার জন্য নির্দেশ দেন।

মোঃ মোজাম্মেল হক ০০৬
চারঘাট, রাজশাহী।
০৪ সেপ্টেম্বর ২০২৩ ইং

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।