ফরিদপুরে নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বড় কাজুলী গ্রামে পিরে কামেল শাহ্ সুফি আইনুদ্দিন মোল্লা (র)৪১ তম মৃত্যুবার্ষিকী পালিত।
প্রতিবছর ২২শে ভাদ্র এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে সাংবাদিক শাহ্ জালাল এর দাদা ১৯৮১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ।
তার কর্মজীবনে তিনি জজ কোটে চাকরিজীবী ছিলেন।
তার সংসার জীবনে, তিন ছেলে ও এক মেয়ে, তার বড় ছেলে মরহুম মীন মোঃ শাহ্ সুফি হাফিজ উদ্দিন মোল্লা আলাইহি দীর্ঘদিন বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত ছিলেন ও আদর্শ ফুটবল খেলোয়াড় ছিলেন তারও শত শত ভক্তবৃন্দ আশেকান আসে। তার মেজো ছেলে মরহুম শামসুদ্দিন মোল্লা। তিন ভাইয়ের আদরের একমাত্র বোন ছিলেন মর্জিনা বেগম সেও সংসার জীবন করছেন। তার ছোট ছেলে বাউল কবি মোঃ মহিউদ্দিন প্রাইভেট ফার্মে চাকরি করতেন এখন সে অবসরে।
এই দিন উপলক্ষে দোয়া মিলাদ মাহফিল ও জিকির আজকারের আয়োজন করা হয়েছে।আছর নামাজ বাদ রওজা জিয়ারত শেষে তবারক বিতরণ করেন ।
দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দ ও আশেকান দলবেঁধে ছুটে চলে আসেন এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ।
দৈনিক গনমুক্তি পত্রিকার সাংবাদিক মোঃ শাহ্ জালাল মোল্লা বলেন দীর্ঘদিন ধরে আমার দাদা ভাইয়ের অনুষ্ঠান আমার বাবা করে আসছিল । এখন আমার ছোট চাচা ও আমরা সবাই মিলে বাকি জীবন করে যাব। তাই আমার দাদা ভাইয়ের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।