দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকতে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
তিনি বলেছেন, আপনি নোবেল বিজয়ী হওয়ায় সর্ব প্রথম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা, তারেক রহমান ও বিএনপির নেতা কর্মীরা আপনাকে অভিনন্দন জানিয়েছিলেন। ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা আপনাকে নাগরিক সংবর্ধনা দিয়েছেন। এই ছবি আমার ঘরে এখনও আছে। হাসিনা আপনাকে অভিনন্দন জানায়নি। উল্টো আপনার বিরুদ্ধে মামলা দিয়েছে। খালেদা জিয়া সেই মামলার বিরোধিতা করেছেন। হাউস অব কমন্সে খালেদা জিয়া আপনার পক্ষে কথা বলেছেন। বিপদে বিএনপি আপনার পাশে দাঁড়িয়েছে। বিএনপি আপনাকে সম্মান করে। আপনি সেই সম্মান বজায় রাখুন। দ্রুত নির্বাচন দিন। সুষ্ঠু নির্বাচনে যে দলই জিতবে তারা ক্ষমতায় আসুক। দেশে নির্বাচিত সরকার প্রয়োজন। দেশের উন্নয়নে নির্বাচিত সরকারের বিকল্প নেই। দেশের মানুষের আকাঙ্ক্ষার কথা মাথায় রেখে দ্রুত নির্বাচন দিয়ে দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকুন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবুর সভাপতিত্বে এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন উর রশিদ ইয়াসিন, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ভিপি জসিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমির, বিএনপির কেন্দ্রীয় সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেরা আলাউদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিন প্রমুখ প্রমুখ।