শুক্রবার, ১২ জুলাই ঢাবি প্রযুক্তি ইউনিটের দুই স্বনামধন্য প্রতিষ্ঠান সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ ও শ্যামলীর শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ নিজেদের মধ্যে প্রিতি ফুটবল ম্যাচের আয়োজন করে। বিকাল ৪.৩০ এর দিকে নিটারের সেন্ট্রাল ফিল্ডে মুখোমুখি হয় দু দল।
শুরুতেই স্বাগতিক দলের উপর চাপ সৃষ্টি করতে থাকে সফরকারী স্টেক। কিন্তু গোলবারের নিচে দাঁড়িয়ে থাকা নিটার গেমস এন্ড স্পোর্টস ক্লাবের জিএস আফনানুল হকের কাছে পরাজিত হয় সকল প্রচেষ্টা। ডিফেন্সে ভালো সাপোর্ট দেয় ১২ ব্যাচের সামিউল, সোপান ও ১০ম ব্যাচের কাওসার।
কিন্তু খেলার ১৫ মিনিট পর সফরকারীদের জালে প্রথম বল জয়ায় ১১ ব্যাচের মইনুল। এর পর হুরমুর করে ভেঙে পরে স্টেকের ডিফেন্স। এর পর মইনুল আরো ২ টা, ১০ম ব্যাচের সঞ্জয় ও শাকিল ২ টা করে, ১০ম ব্যাচের মশিউল ১ টি, ১২ ব্যাচের তামিম ১ টি, ১৩ ব্যাচের আম্মার ১ টি গোল করে। মাঝে সন্মান্সূচক একটি গোল শোধ করে সফরকারী দল।
দিনশেষে সফরকারী দল্কে ১০-১ এর বড় ব্যাবধানে হারিয়ে দেয় নিটার। এ ম্যাচের ম্যাচ রেফারি ছিলেন নিটার গেমস এন্ড স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট মুনসেফ আহমেদ সিজন, লাইন্সম্যান ছিলেন নিটার ১০ম ব্যাচের সাব্বির জামান এবং শরিফ।