চট্টগ্রামের হাটহাজারীতে রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় মোহাম্মদ কামাল (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার ২৪ই নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ মোহমিন শাহ বাড়ীর মৃত আমির হোসেনের পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যার দিকে উল্লেখিত স্থানে নিকট আত্মীয়ের বিয়ের আয়োজন তদারকি করে ওই এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় নগরমুখী বেপরোয়া গতির একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো – গ ৩৫৯২৭২) তাকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। ঘটনার পর পর স্থানীয়রা পেছনে ধাওয়া দিয়ে পৌরসভার মুন্সি মসজিদ সংলগ্ন হেফজখানা এলাকা থেকে ঘাতক প্রাইভেটকারটিকে আটক করে।
এদিকে খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। ঘটনাস্থলে উপস্থিত হওয়া মডেল থানার উপ-পরিদর্শক ফারুক জানান, নাজিরহাট হাইওয়ে থানাকে খবর দেযা হয়েছে তারা ঘটনাস্থলে এসে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করবেন।
নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ওসি সাহাবুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ গেছেন। ঘাতক কারটি আটক করেছে স্থানীয়রা, পরে বিস্তারিত জানানো হবে।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবু কাওসার মোহাম্মদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।