amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২২ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া ধুনট কেন্দ্রীয় বারোয়ারী দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন বগুড়ার পুলিশ সুপার

বগুড়া প্রতিনিধি:
অক্টোবর ২২, ২০২৩ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার ধুনট উপজেলার কেন্দ্রীয় বারোয়ারী দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কমার চক্রবর্তী (বিপিএম পিপিএম)। রোববার (২২ই অক্টোবর) রাতি অনুমান সাড়ে ৯টার দিকে ধুনট কেন্দ্র বারোয়ারী দুর্গাপূজা মন্ডপে উপস্থিত হয়ে বগুড়ার পুলিশ সুপার বলেন, আমাদের সকলকে একটি বিষয় মনে রাখতে হবে, আমরা রাষ্ট্রকে ভালোবাসি এবং চেতনাকে ভালোবাসি। গুটি-কয়েক ব্যক্তি আমাদের চেতনাকে কলুষিত করতে চাইবে, এটা যুগে-যুগেই থাকবে। সকলে মিলে এটাকে প্রতিহত করাই আমাদের কাজ।

রাষ্ট্র আপনার, সকল উৎসব পালন করার অধিকার আপনাদের আছে এবং সেটার নিরাপত্তা দেয়ার লক্ষ্যে বাংলাদেশে পুলিশ বাহিনী তথা আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্য দিন-রাত নিরলস কাজ করে যাচ্ছে।
পরিশেষে তিনি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও মাননীয় আইজিপি মহোদয়ের পক্ষ হতে সকলকে শারদীয় শুভেচ্ছা প্রদান করেন পিপিএম মহোদয়।   এসময় উপস্থিত ছিলেন,পূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার সহধর্মিনী পুনাক বগুড়া’র সভানেত্রী ও পুলিশ সদর দপ্তরের এআইজি (ক্রাইম এ্যানালাইসিস) সুনন্দা রায়, বিপিএম-সেবা, শেরপুর – ধুনট সার্কেল মোঃ সজীব শাহরিন, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই খোকন, ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন আলম, ধনট উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম, পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) মোঃ মনিরুল ইসলাম, ধুনট থানা দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি শ্রীঃ বিকাশ সাহা ও সাধারণ সম্পাদক শ্রীঃ গোবিন্দ কুমার ঘোষ, ধুনট কেন্দ্র বারোয়ারী দুর্গাপূজা মন্ডপ  উদযাপন কমিটি সভাপতি শ্রীঃ লিখন গোস্বামী, সাধারণ সম্পাদক শ্রীঃ শিমন সাহা,সহ ধুনট উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম,এ রাশেদ,  বগুড়া ডিএসপি এসআই মোঃ মোখলেছুর রহমান,ধুনট থানার উপ-পরিদর্শ (এসআই) মোঃ শহিদুল ইসলাম, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ হায়দার আলী, আব্দুল মতিন, এএসআই মোঃ সোহেল রানা, মোঃ আব্দুল আজিজ, আব্দুল কুদ্দুস, মোছাঃ কুলসুম, আব্দুস সামাদ, এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।