আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কুশীলবদের চিহ্নিত করতে কমিশনের খসড়া প্রস্তুত করা হয়েছে, দ্রুতই অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপে আগস্ট ট্রাজেডি, জাতীয় ও আন্তর্জাতিক-রাজনীতি শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিশন গঠন করে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হবে, যাতে ভবিষ্যত প্রজন্ম এ সম্পর্কে জানতে পারে বলে মন্তব্য করেন মন্ত্রী।
এ সময় মন্ত্রী বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে জড়িত। এ কারণে ক্ষমতা থাকাকালে এর বিচারের উদ্যোগ নেননি তিনি বরং ইনডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে হত্যাকারীদের বিচার বন্ধ করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।