amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২২ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বশেফমুবিপ্রবির নুরুন্নাহার বেগম হলের নতুন প্রভোস্ট মৌসুমী আক্তার

ক্যাম্পাস প্রতিনিধি::
সেপ্টেম্বর ২২, ২০২৩ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নুরুন্নাহার বেগম হলের নতুন প্রভোস্ট হিসেবে নিযুক্ত হয়েছেন ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক মৌসুমী আক্তার।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) উপাচার্যের আদেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইনের প্রথম সংবিধির ধারা ১১(১) অনুযায়ী সুষ্ঠু হল ব্যবস্থাপনা এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক জনাব মৌসুমী আক্তার-কে তাঁর মূল দায়িত্বের পাশাপাশি ০২ (দুই) বছরের জন্য নূরুন্নাহার বেগম হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) এর অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করা হলো এবং বর্তমানে নিয়োজিত প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ ফরহাদ আলী-এর নিকট থেকে দায়িত্ব বুঝে নেওয়ার জন্য অনুরোধ জানানো হলো।’

তিনি একই হলের হাউস টিউটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সে দায়িত্ব থেকে তাকে একই অফিস আদেশের মাধ্যমে অব্যাহতি দিয়েছেন।

এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করলে নবনিযুক্ত হল প্রভোস্ট সহকারী অধ্যাপক মৌসুমী আক্তার জানান ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার সিদ্ধান্তে আমাকে যে দায়িত্ব অর্পণ করেছেন সে দায়িত্ব যথাযথ ভাবে পালন করবো এবং হলের নিয়ম শৃঙ্খলা ও হাল ব্যবস্থাপনা সর্বোচ্চ ভালো করার চেষ্টা করব। সবার কাছে আমি দোয়া চাই যেন আমি আমার দায়িত্বটা ভালোভাবে পালন করতে পারি। ‘

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।