amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৯ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বশেফমুবিপ্রবির সমাজকর্ম বিভাগে দু’দিন ব্যাপী গবেষণা কর্মশালা

বশেফমুবিপ্রবি প্রতিনিধি:
অক্টোবর ১৯, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) সমাজকর্ম বিভাগে দু’দিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে।বুধবার (১৮ই অক্টোবর) দুপুরে একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান এ কর্মশালার উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণার গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথির বক্তৃতায় মাননীয় উপাচার্য শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

‘রিসার্চ মেথডোলজি ইন সোশ্যাল রিসার্চ’ শীর্ষক কর্মশালার প্রথম দিনে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন। দ্বিতীয় দিন বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ এমাজ উদ্দিন বক্তব্য রাখবেন।

সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. মোঃ আল মামুন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন প্রমুখ।

সমাজকর্ম বিভাগের প্রভাষক ইমরুল কবির ও তাইয়্যেবা তাবাসসুমের সঞ্চালনায় এ সময় বিভাগের সহকারী অধ্যাপক ড. এএইচএম মাহবুবুর রহমান শুভেচ্ছা বক্তব্য দেন।

অন্যদের মধ্যে ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত প্রক্টর এসএম ইউসুফ আলী, গণিত বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক রিপন রায়, ইইই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. মো. রাশিদুল ইসলাম, সহকারী অধ্যাপক (পরিসংখ্যান) মো. জাহিদুল আলম, সমাজকর্ম বিভাগের প্রভাষক মো. অলিউল্লাহ চৌধুরী ও হোসাইন মাহমুদসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।