amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৮ মার্চ ২০২৫

বোয়ালখালী প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাবর মুনাফ
মার্চ ৮, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যােগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) উপজেলা বিআরডিবি হল রুমে এ মাহফিল প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

লণ্ডন প্রবাসী সৈয়দ মোহাম্মদ একরামুল হকের সৌজন্যে আয়োজিত মাহফিলে ক্লাবের নির্বাহী সদস্য এম এ মন্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ, থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমাম উদ্দীন ইয়াছিন, সাংবাদিক মুজাহিদুল ইসলাম, নাজিম উদ্দীন, শাহীনুর কিবরিয়া মাসুদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) জহির উদ্দীন ভূইয়া, শিক্ষক নজির আহমদ, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাসান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এস এ রাসেল ও জামায়াত নেতা সাইদুল আলম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাজী শাহী এমরান কাদেরী।

বক্তারা বলেন, ধর্মীয় অনুশাসন যদি আমরা আমাদের পেশাগত জীবনে ও প্রাত্যহিক জীবনে আমরা যদি বিধি নিষেধগুলো মেনে চলি, ধৈর্য এবং সংযমের পরিচয় দেয় সমাজের অনেক বিশৃঙ্খলা ও কলুষতা দূর হয়ে যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।