amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২৭ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ভার্চ্যুয়ালি শুনানির সুবিধায় প্রতিবাধে চট্টগ্রামে আদালত চত্বরে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
অক্টোবর ২৭, ২০২৪ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম-৬ আসনের (রাউজান) সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ফাঁসি, তাঁর স্ত্রী রিজোয়ানা ইউসুফ এবং ছেলে ফারাজ করিম চৌধুরীকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে ছাত্র–জনতা। এ সময় সমাবেশে আইনজীবীরাও যোগ দেন এবং ফজলে করিমকে কারাগার থেকে আদালতে হাজির না করে ভার্চ্যুয়াল মাধ্যমে মামলার শুনানির আদেশ বাতিলের দাবি জানান। অবিলম্বে এ আদেশ বাতিল না করলে বৃহত্তর কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেওয়া হয়।

রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে আদালত ভবনসংলগ্ন চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘বৈষম্যবিরোধী সাধারণ ছাত্র ও চট্টগ্রামের সর্বস্তরের জনগণের’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় ছাত্র-জনতা ‘অনলাইনে কিসের কোর্ট, প্রশাসন জবাব চাই’, ‘ফজলে করিমের টাকার গোলাম, প্রশাসন তোমায় সালাম’, ‘বিচার বিচার বিচার চাই, জুইন্নার বিচার চাই’ এ রকম নানা স্লোগান দেন। এছাড়া ফজলে করিমের ছবিযুক্ত ব্যানার পদদলিত করে এবং জুতো নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, গত ২১ জুলাই স্থানীয় দৈনিকে ফজলে করিম ঘোষণা দিয়েছিল চট্টগ্রামকে পাহারা দিতে রাউজানবাসী যথেষ্ট। তার গুণ্ডাবাহিনী দিয়ে আমাদের মতো ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালানোর পরোক্ষ হুমকি দিয়েছে। যখন আন্দোলনে ছাত্রলীগের সাথে যুদ্ধরত অবস্থায় ছিলাম তখন রাউজানের গুণ্ডারা আমাদের ওপর হামলা করেছিল। ফজলে করিমের পাথরঘাটার বাসা থেকে আমাদের ওপর অস্ত্রবাজির মদদ দিয়েছিল। আজ যখন ফজলে করিমকে গ্রেপ্তার করা হয়েছে সেই সবের বিচার না করে তাকে আলাদা সুবিধা দেওয়া হয়েছে। তাকে ডিভিশন দেওয়া হচ্ছে। তাকে অনলাইন শুনানির ব্যবস্থা করা হচ্ছে, কেন?

তারা বলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহম্মদ ইউনূসকে যখন মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল তখন তাকে সরাসরি আদালতে এসে হাজিরা দেওয়া লাগতো। ফজলে করিম কোন ভিআইপি হয়েছেন? আমরা প্রশাসনের কাছে দাবি রাখতে চাই, জানতে চাই, তাকে কেন ডিভিশন দেওয়া হচ্ছে? ফজলে করিমের নামে ২৪টি মামলা রয়েছে। যার ৯টিই হত্যা মামলা। এসবের বিচার কি আমরা পাবো না?

সমাবেশের একপর্যায়ে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশে আইনজীবীদের নিয়ে যোগ দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জেলা পিপি আশরাফ হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘দীর্ঘ একমাস ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে এ দেশের ছাত্র-জনতা গুলির মুখোমুখি হয়ে আন্দোলন করে স্বাধীন দেশ অর্জন করেছেন। গত ৩১ জুলাই ছাত্র ও ছাত্রী ভাই-বোনেরা সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের তিনস্তরের ব্যারিকেড ভেঙে আদালতে প্রবেশ করে ‘মার্চ ফর জাস্টিস’ সফল করেছেন। আমরাও সেদিন আপনাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছিলাম। সেই কর্মসূচি সেদিন সফল না হলে আমরা হয়তো ৫ আগস্টের সেই দিন দেখতে পেতাম না।’

তিনি আরও বলেন, ‘আমরা সরকারকে আহ্বান জানাবো আন্দোলনে যেসমস্ত মানুষ শহীদ হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। যেসমস্ত ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছে তাদের পাশে অবশ্যই দাঁড়াতে হবে। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমি জানাতে চাই সরকারকে, ফ্যাসিস্ট সরকারের দোসরদের সারা বাংলাদেশ থেকে বিদায় করতে হবে।’

আইনজীবীরা বলেন, রাউজানের প্রাণের দাবি, মা ও মাটি-মানুষের দাবি যারা ১৭ বছর কবর জিয়ারত করতে যেতে পারেনি ফজলে করিমকে ফাঁসি দিতে হবে। আমরা কোনো অন্যায্য দাবি নিয়ে ফাঁসি চাচ্ছি না। আমাদের ছাত্রদলের নেতা নুরু ভাইয়ের হত্যাসহ গুম-খুন করে ফজলে করিম পুরো রাউজানকে আয়নাঘরে পরিণত করেছিল। সেই ফজলে করিম জুনুর আমরা ন্যায্য বিচার চাই। এই একটি ক্ষেত্রে রাউজানবাসী দলমত ভুলে ঐক্যবদ্ধ হয়েছে।

গত ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে ফজলে করিম চৌধুরীকে আটকের কথা জানায় বিজিবি। আটকের পর ফজলে করিমকে আখাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি। সেখান থেকে তাকে পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে। সবশেষ ১৯ সেপ্টেম্বর হেলিকপ্টারে করে তাকে চট্টগ্রামে আনা হয়।

ফজলে করিমের বিরুদ্ধে হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেওয়া, ভাংচুর, দখলসহ বিভিন্ন অভিযোগ ১০টি মামলা হয়েছে চট্টগ্রামের বিভিন্ন থানায়।

পরে ২৪ সেপ্টেম্বর ফজলে করিমকে সকাল সাড়ে সাতটায় আদালতে হাজির করা হয়। গ্রেপ্তার দেখানো হয় পাঁচ মামলায়। একই সঙ্গে রাউজান থানার একটি মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালত প্রাঙ্গণে আগে থেকে উপস্থিত বিক্ষুব্ধ জনতা সাবেক সংসদ সদস্যের ফাঁসি দাবি করে স্লোগান দেন ও প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ করেন। এরপর ১৭ অক্টোবর ফজলে করিমের বিরুদ্ধে আটটি মামলায় ভার্চ্যুয়ালি শুনানি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।