amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৭ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় অপপ্রচার ও মিথ্যা অভিযোগের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ সভা

আবিদ হাসান
জানুয়ারি ৭, ২০২৫ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় অপপ্রচার ও থানায় মিথ্যা অভিযোগ দায়েরের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে রাজৈ ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজৈ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মধ্য রাজৈ স্কুলের বাজারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আ: সালাম শেখের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তারা উপজেলা বিএনপির নিবেদিত প্রাণ ফখরউদ্দিন আহমেদ বাচ্চুসহ ৮নং ওয়ার্ড বিএনপির কারা নির্যাতিত ত্যাগী নেতাদের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় দায়েরকৃত মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন অভিযোগকারী কনক মিয়া বিগত সময়ে স্বৈরাচার আওয়ামীলীগের হয়ে ডামি ও পাতানো নির্বাচনে ভোট দেয়াসহ নানা অপকর্মের সাথে জড়িত।
৫ আগস্ট পরবর্তী সময়ে বিএনপির মধ্যে অনুপ্রবেশ করে কনক মিয়া আওয়ামী লীগ ও বিএনপির অন্য একটি পক্ষের ইন্ধনে বিএনপিরই ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে একটা বিশৃংখল অবস্থা তৈরি করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে বলেও অভিযোগ করেন বক্তারা।
এসময় মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করে ত্যাগী নেতাকর্মীদের হয়রানি করার প্রতিবাদে কনক মিয়ার বিচার দাবী করেন বক্তারা।

যুবদল নেতা এনামুল হক খানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা জহিরুল ইসলাম রোজভেল, নবী হোসেন খান, ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন তালুকদার ধনু, যুবদল নেতা মোস্তফা, সোহাগ, মাওলানা শাকিল আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহিম প্রমুখ।

উক্ত প্রতিবাদ সভায় ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির শত শত নেতাকর্মীরা উপস্থিত থেকে আওয়ামী ও নব্য বিএনপির ষড়যন্ত্রের বিরুদ্ধে স্লোগান দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।