ময়মনসিংহের ভালুকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে পাড়াগাঁও গুচ্ছ গ্রাম এলাকায় ওই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আব্দুল আলিমের সভাপতিত্বে ও যুবায়ের মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম সোহাগ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাড়াগাঁও ৩নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ আব্দুল মালেক,বিএনপি নেতা মোঃ রিপন সরকার,সাংবাদিক- কবি সফিউল্লাহ আনসারী,বিএনপি নেতা মোঃ তাইজ উদ্দিন,মোঃ হাবিবুল্লাহ কমল,ছাত্রদল নেতা লিখন আহমেদ,স্বরণ,যুবায়ের সহ আরো অনেকেই।পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।