amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৬ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ময়নামতিতে শ্রী শ্রী গীতা গৌর সেবা সংঘের উদ্যোগে ৩২তম মহোৎসব অনুষ্ঠিত

সাগর দেব নাথ
মার্চ ১৬, ২০২৫ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বজননীর সকল সন্তানের শান্তি ও কল্যাণ কামনায় ময়নামতির নোয়াপাড়ায় শ্রীশ্রী গীতা গৌর সেবা সংঘের আয়োজনে অষ্টপ্রহরব্যাপী ৩২তম মহানামযজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহষ্পতিবার (১৩ মার্চ) শুরু হওয়া অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে শুভ অধিবাস, মঙ্গলঘট স্থাপন, মঙ্গল দীপ প্রজ্জলন, পূজা অর্চনা, সন্ধ্যা আরতী ও শ্রীশ্রী গীতা ও শ্রীমদ্ভগবত পাঠ ও আলোচনা ও হরিনাম সংর্কীতন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকতা পরিদর্শন করেন কুমিল্লা পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সালাহউদ্দিন, গীতা গৌর সেবা সংঘের সভাপতি অজিত ভূঁইয়া, ময়নামতি প্রবাসী কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার শফিউল আজম রিপন, দেবপুর পুলিশ ফাঁড়ির আইসি অমর চন্দ্র দাস, বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সামসুল আলম বেপারি, কুমিল্লা দক্ষিণ জেলা জিয়া মঞ্চের আহবায়ক সদস্য মোহাম্মদ খোকন,ময়নামতি ইউনিয়ন যুবদলের নেতা আবদুল মালেক, তপন চন্দ্র দেবনাথ সহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকা হতে আগত হাজারো ভক্তশ্রোতা উপস্থিত ছিলেন।

১৪ মার্চ অনুষ্ঠিত মহানাম যজ্ঞে বিভিন্ন সম্প্রদায়ের ভক্তরা অংশগ্রহণ করেন, গোপালগঞ্জের শ্রী দীপুশ্রী সম্প্রদায়, লক্ষ্মীপুরের শ্রী কৈবল্যনাথ সম্প্রদায়, সাতক্ষীরার শ্রী রাম মন্দির সম্প্রদায়,নিজের গ্রামের গীতা গৌর সেবা সংঘ ও ফরিদপুরের ভ্রজ কিশোর সম্প্রদায় ভক্তরা সম্মিলিতভাবে মহানাম সংকীর্তন পরিবেশন করেন।

‎উল্লেখযোগ্য যে, এই মহোৎসবে বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজার হাজার ভক্তের উপস্থিতি মন্দির চত্বরকে এক মহামিলনের কেন্দ্রবিন্দুতে পরিণত করে। ধর্মীয়, সাংস্কৃতিক ও ঐতিহ্যিক এই মহোৎসব নোয়াপাড়ার ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।