ময়মনসিংহের ভালুকায় নাতির হাতে জুলেখা(৭৫) নামে এক দাদী খুন হয়েছেন। শনিবার সন্ধায় উপজেলার রাজৈ ইউনিয়নের কুল্লাব গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ যাবত জুলেখার(৭৫) সাথে তার নাতি আশিক(২২) এর বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিলো। তারই জের ধরে শনিবার সন্ধায় আশিক তার দাদী জুলেখার মাথায় আঘাত করলে জুলেখা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা জুলেখাকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জুলেখাকে মৃত ঘোষনা করেন।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান,নিহতের লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, নিহতের লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হবে। আসামীকে গ্রেফতার করার অভিযান চলমান রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।