amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৫ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে র‍্যাব-১৪ এর অভিযানে ২২কেজি গাঁজা সহ ২ ব্যবসায়ী আটক

আবিদ হাসান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
জুলাই ৫, ২০২৪ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহে একটি প্রাইভেটকার থেকে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ জাফর হোসেন (৫৪) ও জলিল মিয়া (৪৫) নামে ২ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৪।

শুক্রবার দুপুরে জেলার গৌরীপুর থানার ময়মনসিংহ-কিশোরগঞ্জগামী রাস্তা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলো, নোয়াখালি জেলার কবিরহাট থানার মৃত আলম মিয়ার ছেলে প্রাইভেটকার চালক মো. জাফর হোসেন (৫৪) ও তার সহযোগী ব্রাহ্মনবাড়ীয়ার আখাউড়া থানার তারা মিয়ার ছেলে মো. জলিল মিয়া (৪৫)।

শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিফ্রিং এ বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান, কিশোরগঞ্জ থেকে প্রাইভেটকারে ২ জন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজাসহ ময়মনসিংহে আসছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে জেলার গৌরীপুর থানার রামগোপালপুর ইউনিয়নের শিবপুর নামক এলাকায় চেকপোস্ট বসায় র‍্যাব। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশি করে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে জাফর হোসেন ও জলিল মিয়াকে আটক করা হয়। অভিযানকালে মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।