চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়ন এর প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংগঠন মির্জাপুর প্রবাসী পরিষদের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৯ জুন রাত ৯ টায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশ এর হাবিব টাইপিং সেন্টারে উক্ত ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মির্জাপুর প্রবাসী পরিষদের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাজা অটো রাইচ মিল এর চেয়ারম্যান জি এম সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও মির্জাপুর প্রবাসী পরিষদের যুগ্ম-আহবায়ক সৈয়দ মোহাম্মদ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাপুর প্রবাসী পরিষদের উপদেষ্টা হাবিব টাইপিং সেন্টার এর চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব।
মুহাম্মদ নাদিম এর কোরআন তেলওয়াত এর মাধ্যমে এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠন এর যুগ্ম আহবায়ক রুহল আমিন রুবেল,মুহাম্মদ মোজাফফর শাহিন,সিনিয়র সদস্য মুহাম্মদ সাহেদ,আবুদল আউয়াল,রসুল হক,মোহাম্মদ লোকমান,মোহাম্মদ মনির,মোহাম্মদ ফারুক,মোহাম্মদ কাউছার,মোহাম্মদ শাকিল,মোহাম্মদ ওয়াহিদ,মোহাম্মদ মামুন,মোহাম্মদ মমিন,মোহাম্মদ আলমগির,মোহাম্মদ জাহাঙ্গীর সহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, মানবতার কাজে মানবিক কাজে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও সাধারণ মানুষের পাশে থাকাটা মূল লক্ষ্য তাদের সংগঠনের