amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মুন্সিগঞ্জ শিমুলিয়া ঘাটে মৎস্য অধিদপ্তরের আদালতের অভিযান

মতিউর রহমান রিয়াদঃ
অক্টোবর ১২, ২০২৩ ৯:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

মা ইলিশ রক্ষা করি ইলিশ সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। মা ইলিশ ধরবো না মাছের অভাব হবে না। মা ইলিশ সংরক্ষণ ২০২৩ অভিযানকে সামনে রেখে, মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরি ঘাটের রেস্তোরা পল্লীতে লৌহজং উপজেলা মৎস্য অভিদপ্তর ও কোস্টগার্ডের যৌথ ভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ১২ই অক্টোবর হতে ২রা নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা,পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ সহ সকল বিনিময় সম্পূর্ণ নিষেধ। এই নিষেধ অমান্য করা দণ্ডনীয় অপরাধ।

১২ই অক্টোবর, বৃহস্পতিবার, রাত ১২.১০ মিনিটে, ম্যাজিস্ট্রেট লৌহজং উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. ইলিয়াস শিকদার এর নেতৃত্বে লৌহজং উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, সঙ্গীয় ফোর্স ও কোস্টগার্ড এ অভিযান পরিচালনা করেন।

লৌহজং উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. ফরিদুল ইসলামের, সাথে কথা বললে তিনি জানান। উপজেলা পরিষদের থেকে ১১ ই অক্টোবর রাত ১০ টায় শিমুলিয়া ফেরিঘাটে অবস্থিত সমস্ত রেস্তোরাঁ মালিকদের ডেকে ইলিশ মাছ বিক্রয় করতে নিষেধ করা হয়। আমি এবং আমার সঙ্গীয় ফোর্স নিয়ে ১২ ই অক্টোবর রাত ১২.১০ মিনিটে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অভিযান চালাই। আমাদের অভিযানের সাথে যুক্ত হয়েছিল মাওয়া কোস্টগার্ডের সদস্যরা। কোন রেস্তরাতেই ইলিশ মাছের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।