amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৯ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী বিভাগের মধ্যে অপরাধ দমনে শ্রেষ্ঠ পুলিশ সুপার সুদীপ

মিন্টু ইসলাম, বগুড়া প্রতিনিধি:
অক্টোবর ১৯, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী রেঞ্জে সেপ্টেম্বর/২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভায় “শ্রেষ্ঠ জেলা” হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছে জেলা পুলিশ, বগুড়া ও শ্রেষ্ঠ পুলিশ সুপার, বগুড়া। পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রবর্তিত সমগ্র দেশে একই মানদন্ডের আলোকে দেশের সকল পুলিশ ইউনিটের সদস্যদের বিভিন্ন পর্যায়ে মূল্যায়ন করা হচ্ছে। এই মূল্যায়নে রাজশাহী রেঞ্জে সেপ্টেম্বর/২৩ মাসে ৮টি জেলার মধ্যে সন্ত্রাস-অপরাধ নির্মূল, মাদক-অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তিতে বিপুল ব্যবধানে পুনরায় শ্রেষ্ঠ জেলা হওয়ার সম্মান অর্জন করেছে জেলা পুলিশ, বগুড়া। ১৯ অক্টোবর, (বৃহস্পতিবার) রেঞ্জ ডিআইজি কার্যালয়, রাজশাহীর পদ্মা কনফারেন্স রুমে সেপ্টেম্বর/২০২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় এ ঘোষণা প্রদান করেন। এ সময় সেপ্টেম্বর-২০২৩ মাসে রাজশাহী রেঞ্জের ‘শ্রেষ্ঠ’ পুলিশ সুপার, বগুড়ার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম বিবেচিত হওয়ায় সম্মানিত ডিআইজি মহোদয়ের নিকট হতে তিনি ক্রেস্ট গ্রহণ করেন। উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ সেপ্টেম্বর/২০২৩ মাসে পুরস্কারপ্রাপ্ত “শ্রেষ্ঠ অফিসার” গণের নামের তালিকা: ১. জনাব মোঃ তানভীর হাসান, সহকারী পুলিশ সুপার, শিবগঞ্জ সার্কেল, বগুড়া।

২. মো: আব্দুর রউফ, অফিসার ইনচার্জ, শিবগঞ্জ থানা, বগুড়া। ৩. মো: জিল্লুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত), শিবগঞ্জ থানা, বগুড়া। জেলা পুলিশ বগুড়া’র শ্রেষ্ঠত্বের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়েছে শুধুমাত্র গর্বিত ও অদম্য পুলিশ সদস্যদের কঠোর পরিশ্রম, পেশাদারিত্ব, নিষ্ঠা, কর্মস্পৃহা, আন্তরিকতা, দায়বদ্ধতা, দৃঢ় মনোবলের কারণে। সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম পুলিশ সুপার, বগুড়া মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় যারা দিনরাত জনগণের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, পাশাপাশি বগুড়া’র জনগনও এ অর্জনের বড় অংশীদার।

জনবান্ধব পুলিশী ব্যবস্থা প্রবর্তনপূর্বক অপরাধ নির্মূলের মাধ্যমে নিরাপদ বগুড়া বিনির্মাণে জেলা পুলিশ, বগুড়া’র গর্বিত সদস্যগণ অঙ্গীকারাবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।

উল্লেখ্য যে, সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয় পুলিশ সুপার, বগুড়া’র দায়িত্বভার গ্রহণের পর থেকে ২৭ মাসে রাজশাহী রেঞ্জে ১৭ (সতের) বার “শ্রেষ্ঠ জেলা” হিসেবে ১ম স্থান অধিকার করেছে বগুড়া।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।