amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৩ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রায়পুরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি::
অক্টোবর ৩, ২০২৩ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে মো. সাইফুল আলম মৃধা (৬০) হত্যা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন মৃধাকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ অক্টোবর) বিকেলে তাঁকে ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) কমল মালাকার রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আসামিকে নিয়ে রায়পুর ফিরছেন বলেও জানান।

এর আগে শনিবার রাত ৮টার দিকে ঢাকায় চিকিৎসার জন্য যাওয়ার পথে মারা যান আহত মো. সাইফুল আলম মৃধা। ওইদিন বিকেলে জমি নিয়ে বিরোধে ছোট ভাই দেলোয়ার হোসেন মৃধা ও তাঁর লোকজনের হামলায় তিনি গুরুতর আহত হন বলে নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের অভিযোগ। তাঁরা উভয়ে উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের কবিরহাট সংলগ্ন মৃধা বাড়ির মৃত সাইদুর রহমান মৃধার ছেলে।

ঘটনার পরদিন রোববার দুপুরে নিহতের স্ত্রী নাছিমা বেগম (৫০) বাদি হয়ে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় দেলোয়ার হোসেন মৃধা (৫০), শিমুল সাংবাদিক (২৮), আব্দুল মতিন (৫৯), নাজমুন নাহার নাজমা (৪৫), আবু মুসা মোহন সাংবাদিক (৩৫), নিশু আক্তার (৩৫), মো. বাশার মাষ্টার (৬৫), রেশমা আক্তার (৩০) ও সুইটি বেগমসহ (৪৫) ৯জনকে আসামি করা হয়। এর আগে এজাহারভূক্ত নিশু আক্তার ও সুইটি বেগমকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, প্রধান আসামি দেলোয়ার হোসেন মৃধা দৈনিক খবরপত্রের বিশেষ প্রতিনিধি ও দৈনিক বাংলাদেশ জার্নালের রায়পুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। অপর আসামি শিমুল হোসেন দৈনিক এই বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার ও আবু মুসা মোহন দৈনিক নবচেতনার রায়পুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সামসুল আরেফিন বলেন, ‘এজাহারভূক্ত প্রধান আসামিসহ এ পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরকে গ্রেপ্তার করতে তৎপরতা অব্যাহত আছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।