amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

লক্ষীপুরের রায়পুরের হা বন্যা কবলিত মানুষের মাঝে ফ্রি চিকিৎসা এবং ঔষধ বিতরন।

আবদুল লতিফ
সেপ্টেম্বর ১, ২০২৪ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার কেরোয়া মোল্লার হাট উচ্চ বিদ্যালয়ে (৩১আগষ্ট) শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বন্যাকবলিত ও পানিবন্ধি মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়। স্থানীয় পল্লী চিকিৎসক হাবিব হোসেনের অনুরোধে রায়পুরের কৃতি সন্তান মেডিসিন বিশেষজ্ঞ ডা: রাশেদুন্নবী হাসানের নেতৃত্বে ডা: নজরুল ইসলাম সহ একটি মেডিকেল টীম সারাদিন এই মানবিক সেবায় ব্রত ছিলেন।

বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিগন রোগীদের জন্য বিনামূল্যে নানান রোগের ঔষধ সরবরাহ করেন। সরাসরি বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ দেওয়ার এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে শত শত মানুষ চিকিৎসা নিতে এসে ভিড় জমায়।এতে পরিস্থিতি সামাল দিতে স্থানীয় স্বেচ্ছাসেবক দলকে হিমশিম খেতে হয়।প্রত্যেক রোগীকে রোগ অনুযায়ী কমপক্ষে ৫ দিনের বিভিন্ন ঔষধ দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন,মোল্লার হাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মিজানুর রহমান মোল্লা।

তিনি বলেন, আমরা চাই চিকিৎসার অভাবে যেন সাধারণ মানুষ কষ্ট না পায়।বন্যাকবলিত ও পানিবন্ধি মানুষ দীর্ঘদিন রোগ-শোক নিয়ে আস্রয় কেন্দ্র কিংবা বাড়ি-ঘরে বন্ধি ছিল।আকস্মিক এ ভয়াবহ বন্যার কারনে তারা দীর্ঘদিন কোন চিকিৎসা পায়নি।আজকের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরনের ফলে অনেকেই উপকৃত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।