আসন্ন শারদীয় দূর্গাপূজা/২০২৩ উপলক্ষে কালুখালীতে মত বিনিময় সভার আয়োজন করে কালুখালী থানা পুলিশ। কালুখালী থানা কম্পাউন্ডে অত্র থানা এলাকার প্রত্যেকটি পূজামণ্ডপের সভাপতি ও সেক্রেটারি’দের সমন্বেয় কালুখালী থানা কর্তৃক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্দিরের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনে উৎসাহ প্রদান করা হয়। এছাড়াও আইন-শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদান করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুমন কুমার সাহা, সহকারী পুলিশ সুপার, পাংশা সার্কেল, রাজবাড়ী। সভার সভাপতিত্ব করেন জনাব প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, অফিসার ইনচার্জ, কালুখালী থানা, রাজবাড়ী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।