আজ ৬ সেপ্টেম্বর (বুধবার) সকাল ৯ টায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। এরপর সকাল ০৯:৩০ মিনিট হতে জেলা পরিষদ মিলনায়তনে মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রাগেবুল আহসান রিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম (বার) পিপিএম, বগুড়া জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ডাঃ মোঃ মকবুল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ, বগুড়া জেলা শাখার সম্মানিত সভাপতি আলহাজ্ব মোঃ মজিবর রহমান মজনু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান পরিষদ, বগুড়া এর সভাপতি জনাব এন সি বাড়ৈ ও সাধারণ সম্পাদক জনাব তপন চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলার সভাপতি জনাব সাগর কুমার রায় ও সাধারণ সম্পাদক জনাব নির্মলেন্দু রায় নির্মল, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাগণ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ, এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তগণরা।