আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় এই বর্ণাঢ্য র্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেখল ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইসমাইল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেখল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জিএম সাইফুল, এতে আরো উপস্থিত ছিলেন মেখল ইউনিয়ন শ্রমিক দল সভাপতি মো: জসীম উদ্দীন, মেখল ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ জাবেদ সহ অসংখ্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সময় প্রধান অতিথি গিয়াস উদ্দিন চেয়ারম্যান বলেন বিগত ফ্যাসিস্ট খুনি হাসিনার আমলে শ্রমিকরায় সবচেয়ে বেশি নির্যাতিত এবং নিপীড়িত ছিলেন। শ্রমিকদের অধিকার আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করে যাচ্ছে, এই শ্রমিকদের নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল।