amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৩ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক কমিটি গঠন

মোহাম্মদ মহিউদ্দিন
নভেম্বর ৩, ২০২৪ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের ২০২৩-২৪ সালের কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাতে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মার্কেটের দোতলায় সংগঠনের কার্যালয়ে সাধারণ সভায় চলতি মাসের ৩০ তারিখ একটি শক্তিশালী কমিটি গঠনকল্পে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি সভার সর্বসম্মতিক্রমে গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্যামল নাথ। দপ্তর সম্পাদক মো. আবু নোমানের সঞ্চালনায় শুরুতে কোরআন তেলোয়াত করেন সমাজকল্যাণ সম্পাদক এইচ এম এরশাদ। গীতা পাঠ করেন শ্যামল নাথ। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের পর ২০২৩-২৪ সালের আয়-ব্যয়সহ সকল কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করা হয়।

সভাপতি কমিটি বিলুপ্ত ঘোষণা করে সবার সম্মতিতে দৈনিক ইনকিলাব ও চট্টগ্রাম মঞ্চের মো. আসলাম পারভেজকে আহবায়ক ও দৈনিক সময়ের নিউজের মো. আবুল মনছুরকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক হিসেবে ডেইলি অবজারভারের উজ্জ্বল নাথ, সদস্য দৈনিক জনবাণীর মো. আবু নোমান ও দৈনিক সময়ের কাগজের এইচ এম এরশাদ। সভায় চলতি মাসের ৩০ তারিখ শনিবার কাউন্সিলের মাধ্যমে (গোপন ব্যালট) ২০২৪-২৬ সালের নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সকলের ঐক্যমতের ভিত্তিতে গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে বলে ঘোষণা করা হয়। এসময় সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।