আজ ২০ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে দশটায় বগুড়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম আদমদীঘি থানা পরিদর্শন করেন। এসময় তিনি সকাল ১১টায় বিনাহালী আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন এবং প্রকল্পের ঘরের বাসিন্দাদের সাথে মতবিনিময় করা হয়।
এসময় সেখানে বাসিন্দাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের খাদ্যসামগ্রী ও ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সকাল সাড়ে ১১ টায় বিনাহালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিনাহালী বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করা হয়।
দুপুর সাড়ে ১২ টায় আদমদীঘি উপজেলা পরিষদে ‘সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে জনগণের প্রত্যাশা বিষয়ক গণশুনানি’ অনুষ্ঠিত হয়। উক্ত গণশুনানিতে সম্মানিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, ভাইস চেয়ারম্যানবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধিগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। গণশুনানিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ২৪ জনের বক্তব্য শোনা হয়। এর মধ্যে সান্তাহার মেডিক্যাল কলেজ চালুকরণ, চিকিৎসা সাহায্য প্রদান, স্বাবলম্বী হওয়ার জন্য সাহায্য প্রদান, ঢেউটিনের আবেদন, রাস্তাঘাটসহ অবকাঠামোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ ইত্যাদি বিষয় উঠে আসে। এসব সমস্যা সমাধানের ক্ষেত্রে যেগুলি তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য তা সমাধান করা হয়। অন্যান ক্ষেত্রে দিকনির্দেশনা প্রদান করা হয়। ০৫ জন মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়। একজন মহিলাকে দোকান করার জন্য ১০,০০০ টাকা ও চিকিৎসার জন্য এক ব্যক্তিকে ৩,০০০ টাকা প্রদান করা হয়। এছাড়াও ঢেউটিনের জন্য দু’টি আবেদন গ্রহণ করা হয়। ০৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। দুপুর ২ টায় উপজেলা পরিষদের গেট-এর নির্মাণকাজ এবং নবনির্মিত উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন উদ্বোধন করা হয়। বিকাল ৩ টায় উপজেলা ভূমি অফিস পরিদর্শন করা হয়।