amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১২ মে ২০২৫

ক্ষমতার পালাবদলে ভালুকার যুবলীগ নেতা কাজল এখন যুবদল নেতা

Link Copied!

ময়মনসিংহের ভালুকায় যুবলীগ নেতা কামরুল ইসলাম কাজল এখন ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগ নেতা কামরুল ইসলাম কাজল, শ্রমিকলীগ নেতা সিরাজুল ইসলাম, দেলোয়ার হোসেন এখন যুবদল নেতার পরিচয় দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি আওয়ামী দুসর কামরুল ইসলাম কাজল গংরা ৫ আগষ্টের আগে আওয়ামীলীগের এমপি, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ বিভিন্ন নেতাদের সাথে ছবি তুলে সেই ছবি মানুষকে দেখিয়ে আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে জমি দখল, মাদক ব্যবসার নিয়ন্ত্রন, চাঁদাবাজি সহ এমন কোন অপকর্ম নাই যা তারা করেনি।

৫ আগষ্টের পর ক্ষমতার পলাবদল হলে কামরুল গংরাও ভোল পাল্টে ফেলে। আওয়ামী দালাল কাজল এখন ৪ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বলে দাবি করছেন।

ক্ষমতার পালাবদল হলেও কাজল গংদের নৈরাজ্য কমেনি। এখন সে আরও বেপরোয়া, তার অপকর্ম চালিয়ে যাচ্ছে আগের মতই।

কাজল, সিরাজুল ও দেলোয়ারের মত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।