amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩

গাউসিয়া হক মনজিলের ব্যবস্থাপনায় তাযকেরা এ চেরাগে উম্মতে আহমদী(দ.) মাহফিল- ২৩

মোহাম্মদ জিপন উদ্দিন
জানুয়ারি ১০, ২০২৩ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলার জমিনে একমাত্র ত্বরিকা, বিশ্ব সমাদৃত ত্বরিকা, ত্বরিকায়ে মাইজভাণ্ডারীয়ার, প্রবর্তক হুজুরে গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সূফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)‘র ১১৭তম মহান ১০মাঘ পবিত্র উরশ শরিফ উপলক্ষে “তাজকেরা এ চেরাগে উম্মতে আহমদী (দ.) মাহফিল ২০২৩ইং আগামী ১লা মাঘ ১৪২৯ বাংলা, ১৫ই জানুয়ারি বাদে আসর রোজ রবিবার ২০২৩ইং মাইজভাণ্ডার শরিফ শাহী ময়দানে অনুষ্ঠিত হবে।

 

উক্ত মাহফিলে, সদারত করবেন গাউসুল আযম মাইজভাণ্ডারীর পবিত্র রক্ত ও ত্বরিকতের উত্তরাধিকার সূত্রে এবং অছিয়ে গাউসুল আযম মাইজভাণ্ডারীর প্রদত্ত দলিলমূলে, গাউসুল আযম মাইজভাণ্ডারীর রওজা শরিফের খেদমতের হকদার, তাঁর স্মৃতি বিজড়িত অনুষ্ঠান প্রতিষ্ঠানের হকদার, রাহবারে আলম হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মা.জি.আ.) সাজ্জাদানশীন, গাউসিয়া হক মজিল, দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারী, মাইজভাণ্ডার শরিফ।

 

এতে আপনারা সবান্ধবে যোগদান করে, রাসূলে খোদা (দ.) এবং হযরত গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.) এর রেজামন্দি ও ফয়জাত হাছিল করুন। গাউসিয়া হক মনজিল দরবারে গাউসুল আযম মাইজভান্ডারী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।