amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১১ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিলা দলের বর্ণাঢ্য র‌্যালি

বগুড়া প্রতিনিধি:
সেপ্টেম্বর ১১, ২০২৩ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি করেছে বগুড়া জেলা মহিলা দল। রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে শহরের নবাববাড়ী সড়ক দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জলেশ্বরীতলা জজকোর্ট মোড় ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা।

জাতীয় পতাকা ও দলীয় পতাকার পাশাপাশি ব্যানার-ফেস্টুন, জিয়াউর রহমান-খালেদা জিয়া-তারেক রহমানের প্রতিকৃতি নিয়ে জেলা মহিলা দলের নেতা-কর্মী এ র‌্যালিতে অংশ নেয়। র‌্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা করা হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি লাভলী রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। তাঁর উন্নত চিকিৎসা করতে দেয়া হচ্ছে। বিএনপি এই ভোটবিহীন সরকার পতনের আন্দোলনের ডাক দিয়েছে। আমরা মহিলা দল দেশের জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করবো। জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার এর সঞ্চালনায় র‌্যালিতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির জেলা সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন। এসময় উপস্থিত ছিলেন, সাবেক এমপি অধ্যক্ষ নুর আফরোজ জোতি, সাংগঠনিক সম্পাদক রহিমা আক্তার মেরী, সুরাইয়া জেরিন রনি, নিহার সুলতানা তিথি, গাজি, শায়লা আক্তার মুক্তা, শাহমিনা আক্তার রুমা, শহিনুর আক্তার, নাজমা বেগম, রঞ্জনা বেগম, নিপা, মনিরা বেগম, মিনারা বেগম, রুনু, রোকেয়া, নয়নতারা, রঞ্জনা বেগম, নিলুফা কুদ্দুস, হাজেরা বেগম, সোহেলী আক্তার, কামরুন নাহারসহ জেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।