amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২৩ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরের অটোচালকের হাত পা বাধা লাশ রায়গঞ্জ থেকে উদ্ধার

মিন্টু ইসলাম, বগুড়া প্রতিনিধি:
অক্টোবর ২৩, ২০২৩ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় মো. শাকিল আহম্মেদ (২৫) নামের এক অটো বাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের ফুলজোড় নদী শশ্মান ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার হয়।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম জানান, নদীতে ভাসমান লাশ দেখে এলাকাবাসী খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উ্দ্ধার করা হয়। নিহত শাকিল বগুড়া জেলার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে মো. জহুরুল ইসলামের ছেলে। সে দুইদিন যাবত নিখোঁজ ছিল। এ ব্যপারে শেরপুর থানায় সাধারণ ডায়েরী করা হয়েছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।