amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১১ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বাইডেন-হাসিনার সেলফিতে মানুষকে বোকা বানানো যাবে না-বগুড়ায় দুলু

বগুড়া প্রতিনিধি:
সেপ্টেম্বর ১১, ২০২৩ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সাবেক মন্ত্রী ও বিএনপির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাইডেন-হাসিনার সেলফিতে মানুষকে বোকা বানানো যাবে না। আগামী ১৭ সেপ্টেম্বর ১ দফা দাবিতে বগুড়া থেকে রাজশাহী রোড মার্চ কর্মসূচি পালন করা হবে। উত্তরাঞ্চলে এই রোড মার্চ কার্মসূচিই শেষ কর্মসূচি। এই কর্মসূচিতে হাসিনার পতন হবে। বাংলাদেশের মানুষ ১৫ বছরের দুঃশাসন থেকে মুক্তি পাবে। বাইডেন-হাসিনার সেলফি আওয়ামী লীগ সরকারের দেওলিয়াপনা ছাড়া আর কিছুই না।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে যুবদল, স্বেচ্ছাবেসক দল ও ছাত্রদল আয়োজিত ১৭ই সেপ্টেম্বর রাজশাহী বিভাগীয় রোড মার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। সেই নির্বাচনে দেশের সর্বস্তরের জনগণ ভোটে অংশগ্রহন করবেন। এই নির্বাচনে আওয়ামী লীগের কারচুপি বা ভোট ডাকাতির কোনো সুযোগ থাকবে না। শেখ হাসিনার অধীনে দেশে আর কোনো সংসদ নির্বাচন হবে না। এই সরকারের অধীনে কোনো সংসদ নির্বাচনে বিএনপিসহ অন্য কোন বিরোধীদল অংশ নেবে না। আওয়ামী লীগ দেশে আর কখনো একদলীয় কোনো নির্বাচন করার অপচেষ্টা করলে দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি নেতাকর্মীরা তাদের সেই অপচেষ্টা রুখে দেবে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বিএনপি রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জেলানী, ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল, যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক নয়ন, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনাসহ পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট জেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রস্তুতি সভায় জানানো হয়, বগুড়া শহরের এরুলিয়া স্কুল থেকে রোড মার্চ শুরু হয়ে দুপচাঁচিয়া, সান্তাহার ও নওগাঁ বাইপাস মহাসড়কে সমাবেশ করা হবে। এসব সমাবেশে হাজার হাজার নেতাকর্মীদেরকে উপস্থিত থাকার নির্দেশনা দেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।