amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার:
সেপ্টেম্বর ৬, ২০২৩ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়ন এর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মির্জাপুর উচ্চ বিদ্যালয় এর ২০১৯ সালের এসএসসি পরিক্ষার্থীদের সংগঠন (উদীয়মান ঊনিশ) এর পক্ষ থেকে মির্জাপুর উচ্চ বিদ্যালয় এর বিদায়ী শিক্ষক বৃন্ধদের সংবর্ধনা ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৫ সেপ্টেম্বর বিকাল ৪টায় মির্জাপুর ইউনিয়ন এর ডিসি সড়কের হাজী হক কমিউনিটি সেন্টারে উদীয়মান ঊনিশ এর সিনিয়র সদস্য মোহাম্মদ আবির চৌধুরী রাশেল এর সঞ্চালনায় ও মির্জাপুর উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আক্কাস উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক ইকরামুল হোসেন চৌধুরী জুয়েল,সিনিয়র শিক্ষক একরাম হোসেন,সিনিয়র শিক্ষক ফজলুল করিম,সিনিয়র শিক্ষক আসরাফুল আলম,সিনিয়র শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ নুরুদ্দীন,মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ সহ প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা দেন বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক প্রদীপ কুমার বড়ুয়া,বাবু আনন্দ মোহন বড়ুয়া,এবং হোসাইন কুতুবীকে।

এ সময় বক্তারা বলেন বর্তমান প্রেক্ষাপটে মাদক জুয়া সমাজ বন্ধ করতে শিক্ষার্থীদের ভূমিকা অপরসীম,এসএসসি ব্যাচ গুলো যে বের হওয়ার পরে তারা সামাজিক সংগঠন করে মানবতার কাজে জড়িয়ে পড়ছে তা সত্যি অপকল্পনীয়।

এ সময় উদীয়মান ঊনিশ ব্যাচের সদস্য বৃন্ধরা বলেন আমরা শুধু একটি এসএসসি ব্যাচের উপর সীমাবদ্ধ নয়,আমরা এ ব্যাচের বাইরে গড়ে নিয়েছি একটি সামাজিক সংগঠন যে সংগঠন সার্বক্ষণিক মির্জাপুরের মানবিক কাজে এবং মির্জাপুর উচ্চ বিদ্যালয় এর অসচ্ছল মেধাবী ছাত্র ছাত্রীদের পাশে থাকবে। তাছাড়া শিক্ষাগুরুদের বিদায়ী সংবর্ধনা দিতে পেরে আমরা সত্যি আনন্দিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।