amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১০ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মুহানবী (সা:) কে কটুক্তিকারী প্রবীর চৌধুরী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
জুন ১০, ২০২৫ ১১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের বাংলা বাজার এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার অভিযোগে পল্লী চিকিৎসক প্রবীর চৌধুরী নামের একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৯ জুন) রাতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।

কটূক্তিকারী প্রবীর চৌধুরী উপজেলার চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার চৌধুরী বাড়ি বলে জানা গেছে। এ বিষয়কে কেন্দ্র করে আবারও এলাকাজুড়ে সৃৃষ্টি হয়েছে উত্তেজনাকর পরিস্থিতি।

উপজেলা নির্বাহী অফিসার ও বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরেজমিন গিয়ে বিক্ষুদ্ধ জনতাকে অভিযুক্ত প্রবীর চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

অভিযুক্ত প্রবীর চৌধুরীকে পুলিশ গ্রেফতার করার খবর শুনে স্থানীয় বিক্ষুব্ধ জনতা আবারও রাতে মিছিল সহকারে থানার সামনে এসে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ‌’কটূক্তিকারী প্রবীর চৌধুরীর বিচার চাই, ফাঁসি চাই’- বলে স্লোগান দিতে থাকে।

এ সময় উত্তেজিত জনতাকে সামাল দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামশেদুল আলম, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এবং সেনাবাহিনীর বাঁশখালীতে দায়িত্বপ্রাপ্ত সদস্যরা।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম জানান, প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) কেনিয়ে যে বা যারাই কটুক্তি করেছে তাদের উপযুক্ত শাস্তি দেয়া হউক। প্রিয় নবীর অবমাননা কখনোই সহ্য করবো না। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনে একজন মুসলিম হিসেবে তাৎক্ষণিক পুলিশকে বিষয়টি অবগত করি। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, অভিযুক্ত প্রবীর চৌধুরী প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি ও আপত্তিকর একটি মন্তব্যের পাশাপাশি কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তার ওই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে এতে সাধারণ মুসল্লিদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

খবর পেয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম বাঁশখালী থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষে অভিযান চালিয়ে অভিযুক্ত প্রবীর চৌধুরী কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে,পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।