amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২৫ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে মুক্তিযুদ্ধার বাড়িতে তালা ভেঙে চুরি

বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার শাসন গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মহিত ফকিরের বাড়ীর বিল্ডিংয়ের কেচি গেটের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। তার ঘরের থেকে নগদ প্রায় ৯ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণের গহনা, জমির দলিল, ব্যাংকের চেক বই, মুক্তিযুদ্ধের সনদ সহ জামাকাপড় চুরি হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার গভীর রাতে শাসন গ্রামের উত্তর পাড়া মুক্তিযুদ্ধার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।

মহিত ফকিরের স্ত্রী বলেন, বৃহস্পতিবার সকালে মেয়ে-জামাইয়ের বাড়ি গোপালগঞ্জ বেড়াতে যায়। এই সুযোগে চোরের দল রাতের কোনো এক সময় ঘর ও গেইটের তালা ভেঙে প্রবেশ করে। গেটের তালা ভাঙা দেখতে পেয়ে ভেতরে ঢুকে দেখে, ঘরের সমস্ত আসবাবপত্র এলোমেলোভাবে ছড়িয়ে ছিটে পড়ে আছে। চুরি হয়ে গেছে ঘরে থাকা নগদ ৯ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণের গহনা।

তিনি আরও জানান, শনিবার বাড়িতে এসে কেচি গেটের তালা ভাঙা দেখতে পায়। এবিষয়ে মুক্তিযুদ্ধা মহিত ফকির মোল্লাহাট থানায় একটা লিখিত অভিযোগ করেছে।

মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ সমেন দাশ বলেন,
চুরি হওয়ার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।