লক্ষ্মীপুরের রায়পুরে প্রতিপক্ষের হামলা ও প্রাণনাশের ভয়ে ৫ দিন ধরে ঘরবন্দি রয়েছে শিক্ষার্থীসহ এক পরিবার। এ নিয়ে থানায় অভিযোগ দেওয়ার পর ভ্যান চালক শাহাজানের গোটা পরিবারটিই এখন ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। পরিবারের লোকজন বের হলেই উৎ পেতে থাকা সন্ত্রাসীরা হামলার জন্য তাড়া করে চলছে। উপজেলার বামনী ইউনিয়নের শিবপুর গ্রামের মৃধা বাড়ীতে এ ঘটনা ঘটছে।
ভুক্তভোগী শাহাজান বলেন, ‘আমরা বের হলেই মেরে ফেলবে। তাই ঘর থেকে বের হতে পারছি না। হুমকিতে আমার ছোট ছেলেকেও মাদ্রাসায় পাঠাতে পারছি না। আমাদের বাজার করে দিচ্ছে প্রতিবেশিরা। থানায় অভিযোগ করেছি। কিন্তু ওরা পুলিশকে ভয় পায় না। চেয়ারম্যান, মেম্বারসহ কাউকেই ভয় পায় না। আমরা প্রাণভয়ে রয়েছি।
সরজমিনে গিয়ে জানা গেছে, শাহাজান মৃধার সাথে সৎ ভাই মুক্তার ও ছলেমান গংয়ের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। এরই জেরে গত সোমবার মুক্তার ভাড়াটে সন্ত্রাসী নিয়ে শাহাজান মৃধারর বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার স্ত্রী, ও বাবা মাকে বেদম মারধর করে। তারা বলে যান বাড়াবাড়ি করলে জানে মেরে ফেলা হবে। এ নিয়ে শাহাজান ইউপি চেয়ারম্যানে কাছে লিখিত অভিযোগ পর থেকেই হুমকিতে ঘরবন্দি হয়ে ৫ দিন পার করছে তারা।
স্থানীয়রা ৫ থেকে ৭ জন জানান, ভ্যান চালক শাহাজানের পরিবারের লোকজনকে মারধর করার পর তারা এখন ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে। হামলাকারীরা স্থানীয়ভাবে বেশ প্রভাবশালী। ফলে মারধরের সময় আশপাশের কেউই এগিয়ে আসেনি ভয়ে। শাহাজানের পরিবার একেবারেই অসহায়। ফলে তারা গ্রামে কোণঠাসা হয়ে পড়েছে। ফের হামলার ভয়ে তারা বাড়ি থেকে বের হতে পারছেন না।
অভিযুক্ত মুক্তার সাংবাদিকের সামনে শাহাজানকে কুপিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে তেড়ে আসনে। বিষয় জানতে চাইলে সাংবাদিকদের সাথে অসৎ আরণ করে দেখে নেওয়ার হুমনি দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য হাসান বলেন, ‘ঘটনাটি আমি জানি। শাহাজানের পরিবার অসহায়। তাই তাদের বিষয়ে নিয়ে মিমাংশা করার চেষ্টা করেছি। কিন্তু সৎ ভাইরা কথা শুনেনি। ওরা অনেক বেপরোয়া। কিছুদিন পরপরই তাদের এমন অভিযোগ শোনা যায়।’
রায়পুর থানার এসআই জাহাঙ্গীর বলেন, খবর পেয়ে শাহানকে উদ্ধার করা হয়েছে। সম্পত্তি নিয়ে তাদের মারামারি। এঘটনায় শাহাজান লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।