amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শতাধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিলো জবি রিপোর্টার্স ইউনিটি

জবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির  (জবিরিইউ) আয়োজনে ‘সাংবাদিকতার বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা’ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতো অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের কনফারেন্স রুমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির সভাপতি অমৃত রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উম্মে রাহনুমা রাদিয়ার সঞ্চালনায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালাটির উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো. রেজাউল করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য  অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম সাংবাদিকতাকে একটি মহান পেশা হিসেবে উল্লেখ করে বলেন, “অতীতে সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হতো। ভিন্ন মত ও পথের ওপরে উঠে সত্য ঘটনা সংবাদের মাধ্যমে তুলে ধরা হতো, যা সাধারণ মানুষকে এক কাতারে নিয়ে আসতে সক্ষম হয়েছিল। তবে বর্তমান সময়ে সংবাদ প্রচারে বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতার অভাব পরিলক্ষিত হচ্ছে। সাংবাদিকদের উচিত ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সংবাদ পরিবেশন করা। নতুবা তাদের পেশাদারিত্ব টিকে থাকবে না।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকতার তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি নৈতিকতার বিষয়ে জোর দেওয়া প্রয়োজন। তাহলেই দেশ ও জাতিকে সঠিক পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।”
জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন বলেন, “ফ্যাসিবাদী আমলে কিছু সাংবাদিক ফ্যাসিবাদীদের মূল সহযোগী হিসেবে কাজ করেছিলেন, যাদের সাংবাদিকতার মূল শিক্ষা ও নৈতিকতা ছিল না। এটি জাতির জন্য একটি দূর্ভাগ্যজনক অধ্যায়। ফ্যাসিবাদ সাংবাদিকতার নৈতিকতাকে সমূলে ধ্বংস করেছিল। আমাদের এখন সেই নৈতিকতা পুনরুদ্ধার করতে হবে।”

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক এবং ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। প্রশিক্ষকগন কর্মশালাটিতে অংশগ্রহণকারীদের সাংবাদিকতার মৌলিক নীতিমালা, নৈতিকতা, বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।