হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট কেজি ওজনের সোনার বারসহ রেখা পারভিন নামের এক যাত্রীকে আটক হয়েছে।
দুবাই থেকে আসা এমিরেটস এয়ারওয়েজে করে দেশে আসেন পারভিন, বিমানবন্দর থেকে আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এসময় তার কাছ থেকে জব্দকরা হয় ৮ কেজি ২১৭ গ্রাম ওজনের সোনার বার ও অলংকার। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৬ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার টাকা।
বুধবার (২০ ডিসেম্বর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।