দীর্ঘ দিন পর অবশেষে নিটারের আবাসিক হোস্টেল সমূহ খুলে দেয়ার স্বীদ্ধান্ত নিয়েছে নিটার প্রশাসন। আগামীকাল তথা ১৪ আগস্ট হোস্টেল খোলার বিষয়ে গৃহীত স্বীদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে হোস্টেল সুপার।
গত ১৭ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তৈরী হওয়া জরুরি অবস্থা ও ইউজিসির আকষ্মিক নোটিশের উপর ভিত্তি করে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সাভারের নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ তথা নিটার তাদের শ্রেণি কার্যক্রম বন্ধ করে। সেই সাথে ১৯ জুলাই রোজ শুক্রবার সকাল ১১ টার ভিতর সকল আবাসিক শিক্ষার্থীদের হোস্টেল ছাড়ার নির্দেশনা দেয়। কিন্তু পরবর্তীতে আন্দোলন চরম পর্যায়ে পৌছালে আনঅফিসিয়ালি আরো কিছুদিন হোস্টেল খোলা রাখা হয় সাথে ক্যাম্পাসের আশেপাশে থাকা কিছু শিক্ষার্থী নিজেদের সুরক্ষার কথা বিবেচনা করে হোস্টেলে অবস্থান নেয়। কিন্তু আন্দোলন চরম পর্যায়ে পৌছালে শিক্ষার্থীরা হোস্টেল ত্যাগ করে নিজ নিজ বাসস্থানে ফিরে যায়। তারপর থেকে সম্পূর্ণ হোস্টেলে শিক্ষার্থীদের জন্য রেস্ট্রিকটেড করে রাখা হয়।
এমতবস্থায় গত ৫ আগস্ট স্বৈরাচারী সরকার পতনের পর থেকে সারা বাংলাদেশের ন্যায় নিটারের আবাসিক হোস্টেল খোলার জোর দাবি জানিয়ে আসছিলো হোস্টেলের শিক্ষার্থীরা। কিন্তু নিরাপত্তার দোহায় দিয়ে নিটার প্রশাসন তা খুলে দেয়নি। এমনকি অনেক শিক্ষার্থী নিজেদের প্রয়োজনীয় জিনিস হোস্টেল থেকে আনতে গেলেও তাদের তা নিতে দেয়া হয়নি। তবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো নিটারের শিক্ষার্থীরা হোস্টেলের তালা ভেঙে হোস্টেলে অবস্থান নেয়নি। বরং তারা দায়িত্বরত শিক্ষকদের সন্মান প্রদর্শক পূর্বক তাদের অনুমতির অপেক্ষায় থাকে।
অবশেষে গত ১২ আগস্ট রাতে নিটার প্রক্টরিয়াল কমিটির প্রধান মোহাম্মদ ফতেহ আলী খান পন্নির উপস্থিতিতে হোস্টেল সুপার নুরুন্নবী ও সহ. হোস্টেল সুপার সঞ্জয় কুমার বিশ্বাস হোস্টেলের বৈধ বোর্ডারদের সাথে অনলাইন মিটিং করে। সেখানে সকল শিক্ষার্থী তাদের বক্তব্য সুস্পষ্ট ভাবে তুলে ধরে। এবং হোস্টেল বিষয়ে বিশদ আলোচনা করে। পরবর্তীতে হোস্টেল সুপার আশ্বাস দেন ১৪ আগস্ট অফিশিয়াল মিটিং এর পর জানিয়ে দেয়া হবে কবে থাকে নিটারের হোস্টেল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। তবে মিটিং এ নিটার হোস্টেল নিয়ে অনেক অসঙ্গতির কথা জানাই শিক্ষার্থীরা। হোস্টেল সংলগ্ন ক্যান্টিনের খাবারের মান, সুপেয় পানি থেকে শুরু করে হোস্টেলের বৈদ্যুতিক বিরম্বনার কথা তুলে ধরে। সেই সাথে হোস্টেলের অবৈধ বোর্ডারদের বিষয়েও আলোচনা হয়। উল্লেখ্য কিছু শিক্ষার্থীদের মদদে নিটারের বিশেষ করে ছাত্র হোস্টেলে অবৈধ বোর্ডারের ছয়লাপ লক্ষ্যনীয়। তাদের বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য বৈধ শিক্ষার্থীদের সহযোগিতার আহ্বান করা হয়।