amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের কার্যনির্বাহী কমিটি গঠন

এম ওসমান গনি
নভেম্বর ৫, ২০২৪ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা বন্দর নগরী চট্টগ্রামের সাথে সম্পৃক্ত একটি ঐতিহাসিক উপ-শহর। হাটহাজারীর প্রান্তিক জনগণের কাঙ্খিত উন্নয়নের জন্য ৭ দফা উন্নয়নের লক্ষ্যে ২০২৪-২০২৭ বর্ষের জন্য আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। আজ সকাল ১০ টায় আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের অস্থায়ী কার্যালয়ে এক বর্ধিত সভা সংগঠনের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে সর্বসম্মতিক্রমে সৈয়দ মোস্তফা আলম মাসুমকে নির্বাচিত করা হয়। কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ যথক্রমে মুহাম্মদ জয়নাল আবেদন, মুহাম্মদ আবুল বশর চৌধুরী, মুহাম্মদ একরামুল হক, মুহাম্মদ ইমরান হোসেন, জিংকু বড়ুয়া, শাওন মুৎসুদ্দী, অজয় কুমার দে, শান্তানু চৌধুরী পলাশ, সালেহ আহমদ চৌধুরী, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ জিয়াউদ্দিন, মুহাম্মদ আলী, আলী আজগর রুবেল, আজিজ উদ্দিন হিমেল, মুহাম্মদ জানে আলম, মোঃ ইসহাক, মুহাম্মদ আলী মুরাদ, জান্নাতুল ফেরদৌস, রোকেয়া আমিন, সাদাত আনোয়ার সাদী, মুহাম্মদ জুলফিকার আলী, মুহাম্মদ হোসাইন, মুহাম্মদ জানে আলম, সালমান রহমান নয়ন, মুহাম্মদ জামাল উদ্দিন, প্রবাসী সদস্যদের মধ্যে মুহাম্মদ টি হোসেন শুভ (স্পেন), মুহাম্মদ সালাহউদ্দিন (আরব আমিরাত), মুহাম্মদ কামরুল ইসলাম (সৌদিআরব), মুহাম্মদ  নুর মোস্তফা রিয়াদ (কাতার), মুহাম্মদ মুছা চৌধুরী (যুক্ত রাজ্য), আব্দুল্লাহ আল ফারুক (যুক্ত রাষ্ট্র), মুহাম্মদ হারিচ চৌধুরী (ইতালী), ফেরদৌস আকতার (বেলজিয়াম), আব্দুল্লাহ আল হারুন (কানাডা), মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন (বাহারাইন), শাওন বড়ুয়া (দক্ষিণ কোরিয়া), প্রবীর কান্তি শীল (চেন্নাই), মুহাম্মদ জাফর ইমাম (নরওয়ে), মুহাম্মদ কুতুব উদ্দিন (পোল্যান্ড), মুহাম্মদ ইশতিয়াক হোসেন (পূর্তগাল) প্রমুখ। এ সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য যথাক্রমে হাটহাজারী সার্বিক উন্নয়ন। উন্নয়নের ৭ দফাগুলো যথাক্রেমে: শিক্ষার উন্নয়নে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিটি বিষয়ে নতুন শিক্ষাবর্ষে স্থানীয় কোটায় কমপক্ষে ২ জন ছাত্র/ছাত্রীর ভর্তির সুযোগ, হাটহাজারী কৃষি ইনস্টিটিউটকে হাটহাজারী কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয়, কাটির হাট উচ্চ বিদ্যালয়, মির্জাপুর উচ্চ বিদ্যালয়, কেএস নজুমিয়া উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণের অন্তর্ভুক্তকরণ, এনায়েতপুর থেকে সরকার হাটের মধ্যবর্তী স্থানে একটি পূর্ণাঙ্গ কলেজ প্রতিষ্ঠান। সকল ধর্মের,বর্ণের, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সহ অবস্থান এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা। অক্সিজেন থেকে নাজিরহাট পর্যন্ত, হাটহাজারী থেকে সত্ত্বারঘাট পর্যন্ত, কাপতাই রাস্তার মাথা থেকে মদুনাঘাট পর্যন্ত মূল সড়কের সাথে উপ-সড়ক ও নালাগুলোর অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কাজ সম্পন্ন করণ। মদুনাঘাট হইতে নাজিরহাট পর্যন্ত হালদা নদীর পশ্চিমাংশ বেড়ি বাঁধ নির্মাণ। নাজিরহাট কলেজ মাঠ, কাটিরহাট মাঠ, মির্জাপুর মাঠ, হাটহাজারী মাঠ, ফতেয়াবাদ মাঠ, কুয়াইশ কলেজ মাঠকে খেলার মান উপযোগি করে মিনি স্টেডিয়াম নির্মাণ এবং হাটহাজারীতে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করণ। হাটহাজারী সদর স্বাস্থ্য কমপ্লেক্সে দুইশত শয্যা বিশিষ্ট, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করণ এবং একটি ডায়বেটিক হাসপাতাল প্রতিষ্ঠা করণ, হাটহাজারীর প্রেস ক্লাবের আধুনিকায়ন, হাটহাজারীর স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে পৃষ্ঠপোষকতা। উল্লেখ্য যে, আগামী ৪৫ দিনের মধ্যে প্রত্যেকটা ইউনিয়ন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এ সংগঠনের সাংগঠনিক কমিটি গঠন করা হবে। যারা এতে আগ্রহী তারা(mostafamasumbd@gmail.com)
ই-মেইলে অবহেলিত এলাকার উন্নয়ন মূলক কাজ করতে হবে এমন বর্ণনা সহ জীবন বৃত্তান্ত প্রেরণের জন্য আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।