amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৬ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

গান-কবিতা-কথায় ১৫০তম সাউন্ডবাংলা-পল্টনাড্ডায়

হরিদাস সরকার
আগস্ট ২৬, ২০২৩ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সাংস্কৃতিকধারার ১৫০ তম সাউন্ডবাংলা-পল্টনাড্ডা অনুষ্ঠিত হয়েছে। কলামিস্ট মোমিন মেহেদী ও কথাশিল্পী শান্তা ফারজানা নিবেদিত পুরস্কার ভিত্তিক এ আড্ডায় সভাপতিত্ব করেন জাতীয় সাংস্কৃতিকধারার উপদেষ্টা কবি চঞ্চল মেহমুদ কাশেম। ২০৫ বিজয়নগরস্থ সাউন্ডবাংলা মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনে গান-কবিতা ও কথা পরিবেশনে অংশ নেন গুলশান কমার্স কলেজের ভাইস প্রিন্সিপাল এম এ মোনায়েম, কবি আলতাফ হোসেন রায়হান, শিল্পী কবি বিমল সাহা, কবি মমতাজ মেহমুদ, কবি বশির উদ্দিন, ছড়াকার-কবি আমিনুল হক বিরাশী, কবি ওয়াজেদ রানা প্রমুখ।

আড্ডায় অতিথিবৃন্দ বলেন, জাতীয় সাংস্কৃতিকধারা ও সাউন্ডবাংলার উদ্যেগে নিয়মিত প্রকাশনা স্বপ্নালোক-এ পঠিত লেখাগুলো প্রকাশিত হচ্ছে প্রতি মাসে। পাশাপাশি সর্বস্তরের লেখক-কবিগন লেখা পাঠাতে পারেন- সুতুনি ফ্রন্টে সড়সরহসধযধফর@মসধরষ.পড়স. জাতীয় সাংস্কৃতিকধারা’র আগামী পল্টনাড্ডায় অংশগ্রহণকারী প্রত্যেক লেখককে নির্ধারিত সদস্য ফরমপূরণপূর্বক ১০০০ হাজার টাকার বই উপহার প্রদান করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।