amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৬ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে আওয়ামী লীগের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি:::
আগস্ট ২৬, ২০২৩ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের মাসব্যাপী কর্মসূীচর অংশ হিসেবে জামালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী দলীয় কার্যালয় চত্বরে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে জেলা আওয়ামী লীগ।

সকালে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সাজদা-ই-জান্নাত তনু, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ এএসএম ইকবাল হোসেন চৌধুরী।

দিনব্যাপী কর্মসূচির আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন-বিএমএ, স্বাধীনতা চিকিৎসা পরিষদ-স্বাচিপ, শেখ হাসিনা মেডিকেল কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন।

৭ টি বুথে ১৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী দরিদ্র রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।