জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের মাসব্যাপী কর্মসূীচর অংশ হিসেবে জামালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী দলীয় কার্যালয় চত্বরে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে জেলা আওয়ামী লীগ।
সকালে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ সাজদা-ই-জান্নাত তনু, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ এএসএম ইকবাল হোসেন চৌধুরী।
দিনব্যাপী কর্মসূচির আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন-বিএমএ, স্বাধীনতা চিকিৎসা পরিষদ-স্বাচিপ, শেখ হাসিনা মেডিকেল কলেজ ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন।
৭ টি বুথে ১৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী দরিদ্র রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।